সজিবুল ইসলাম,রাণীনগর: ভোট মিটতেই রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। আর গত কাল রাজ্যের তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়ে করোনা নিয়ে আলোচনা করেন ।তিনি সেই আংশিক লকডাউন ঘোষণা করেন তার মধ্যে বেশ কিছু পরিবর্তন করেন যদিও।
সেই মতো রাণীনগর থানার ওসি রবীন্দ্র নাথ বিশ্বাস তার পুরো পুলিশ টিম নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষ ও দোকানদারদের সচেতনার বার্তা দিচ্ছেন। সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
এদিন গোধোন পাড়া, শেখ পাড়া, রাণীনগর বাজার দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং যে সময় বেঁধে দিয়েছেন রাজ্য সরকার সেই সময় মতো যেন দোকান খুলেন সেই কথা মনে করিয়ে দিলেন। সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার বেশি করে ব্যবহার সহ সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলতে দেখা গেলো ওসিকে।
এক দোকানদার জানান যে আমাদের ওসি সব সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় সব সময়,ওসি এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
এই ঘটনায় এদিন রাণীনগর উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাক্তার শাহনওয়াজ কবির বলেন, যে এই করোনা মহামারীর সময় যেভাবে রাণীনগর থানার ওসি রবীন্দ্র নাথ বিশ্বাস কাজ করে চলেছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। যেখানে সাধারণ মানুষের বাইরে বেরোতে ভয় করছে আর সেই পরিস্থিতি যেমন ডাক্তার সেবা করে চলেছেন। ঠিক সেই রকম ভাবে পুলিশ তাদের কর্তব্য পালনে রাস্তায় নেমে সাধারণ মানুষের সচেতনতার বার্তা দিয়ে চলেছেন। করোনা মহামারী থেকে সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন,আর বেশি করে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন,খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোবেন না বলেও বার্তা দেন ডাক্তার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct