সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকার রাজ্যজুড়ে আংশিক লকডাউন ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে দোকান ও বাজারঘাট খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত। আবার বিকেল ৫টা থেকে ৭ টা পর্যন্ত। কিন্তু রাজ্য সরকারের সেই নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষ অনায়াস রাস্তাঘাট পারাপার করছে এবং বেশ কিছু দোকান খোলা রয়েছে। আজ বাঁকুড়া মাচানতলা থেকে রানীগঞ্জ মোড় পর্যন্ত সেই আইন অমান্যকারীদের দোকান বন্ধ করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে একেবারে পথে নেমে গান্ধীগিরি রাস্তায় বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ আধিকারিকরা।
এদিন সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া মাচানতলা থেকে রানীগঞ্জ পর্যন্ত সদর ট্রাফিক পুলিশের আধিকারিকরা একদিকে লকডাউন ভেঙে যে সমস্ত দোকানগুলো খোলা ছিল সেগুলি বন্ধ করালেন এবং সকল মানুষকে সচেতন করলেন অথচ তারা যেন বাইরে না বেরোয় এবং রাজ্য সরকারের নিয়মাবলী মেনে দোকানপাট খোলেন। ট্রাফিক পুলিশের এই গান্ধী গিরি কে স্বাগত জানিয়েছে বাঁকুড়া শহরবাসী। যেভাবে উত্তরোত্তর গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের বাঁকুড়া জেলাতে বাড়ছে করন আক্রান্তের সংখ্যা তারপরেও একশ্রেণীর সবজান্তা সাধারণ মানুষের কোনও মতেই হুঁশ ফিরছে না। আর এখানে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা বোধ নিয়ে। যদিও প্রশাসন সব দিক থেকেই তৎপর রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct