আপনজন প্রতিনিধি, বাঁকুড়া: এবার রাতের অন্ধকারে এক ব্যক্তির ফসল নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাত্রসায়র থানার নারায়নপুর পঞ্চায়েতের বারাসাত গ্রামে । ক্ষতিগ্রস্ত চাষির নাম রাজীব ঘোষ ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায়, রাজীব ঘোষ নামে ওই ব্যক্তির এক বিঘা কফি ও দশ কাঠা শশা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। কে বা কারা এ ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। রাজীব ঘোষ নামের ওই ব্যক্তি পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ এসে সরেজমিনে খতিয়ে দেখেন। ব্যাপক ক্ষতি হওয়ার ফলে বর্তমান কঠিন পরিস্থিতিতে আগামী দিনে কিভাবে তার সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তার।
জমি ভাগে নিয়ে এই সবজি চাষ করেছিলেন কিভাবে এখন সেই ঋণ শোধ করবেন তাই ভেবে পাচ্ছেন না তিনি। তবে কারা এ ঘটনা ঘটালো তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যক্তিগত হিংসার কারণেই এই ঘটনা ঘটেছে।
রাজীব ঘোষ নামে ওই ক্ষতিগ্রস্ত কৃষক বলেন , আমি ভাগে চাষ করি এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটালো আমি কিছুই বুঝতে পারছি না। এখন লকডাউনে আগামী দিনে কিভাবে সংসার চলবে কিছু বুঝে উঠতে পারছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct