শেখ আনোয়ার হোসেন, হলদিয়া: নন্দীগ্রামের শ্যামা সুন্দরীচক গ্রামের তাপস কুমার দাস ও বাসুদেব দাসের বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসুদেব দাসের বয়স ৫০ বছর। তার মাথায় কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। বিশেষ সূত্রে জানা যায় বাসুদেব দাস কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। খেজুরিতে সংঘর্ষ হয় কয়েকজন আহত হয়। বুধবার সকাল থেকে দফায় দফায় খেজুরিতে পথ অবরোধ করে মহিলারা বিশেষ সূত্রে জানা যায় এক মহিলাকে ধর্ষণ করে মারার চেষ্টা হয় ফলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিজেপির অভিযোগ তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতীরা এই ঘটনাই জড়িত। বিজেপির নেতা কনিষ্ক পন্ডা সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করেন তাদের কার্যকর্তাদের রক্ষা করার জন্য। সুতাহাটা থানার অন্তর্গত বন্দিপুর গ্রামেও বিজেপি টিএমসির মধ্যে সংঘর্ষ বাধে।
জয়নগর অঞ্চলের জয়নগর গ্রামে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। সুতাহাটা থানার পুলিশের তৎপরতায় গন্ডগোল নিয়ন্ত্রণে আসে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, একাধিক বুথে বিজেপির কর্মীরা আক্রান্ত এই কথা মানতে না-রাজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস কুমার মাইতি তিনি বলেন, বেশ কিছু এলাকায় বিজেপি উত্তপ্ত করে রেখে ছিল সেই সঙ্গে যে সমস্ত এলাকাই বিজেপি জয়লাভ করেছে সেখানেই তৃণমূলের কর্মীরা আক্রান্ত হয়েছে।
দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও ঘটতে পারে কিন্তু বেশিরভাগ ঘটনাটি বিজেপির সাজানো আইটি সেল থেকে ফেক নিউজ ছড়িয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।
সকাল দশটা ৪৫ মিনিটে রাজভবনে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করালে এইচ পি এল এর কারখানা শ্রমিকদের মিষ্টিমুখ করতে দেখতে পাওয়া যায়। তমলুকের পৌর প্রশাসক কো-অর্ডিনেটর শপথ গ্রহণের অনুষ্ঠানটি প্রজেক্ট স্কিনে দেখালেন সাধারণ মানুষকে সেইসঙ্গে মিষ্টি বিতরণ করেন সঙ্গে বাজি পোড়ানো ও বিজয় মিছিল উৎসব করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct