সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া সদর থানার ঢলডাঙ্গা মোড়ে এক দিনমজুর যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চলন্ত বাসের মধ্যেই তার মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। আর মৃত্যুর ঘটনা টের পেতেই বাস থেকে এই মৃত যুবক ও তার বৃদ্ধ বাবা ও মাকে নামিয়ে দেওয়া হয় বলে স্থানীয় মানুষের দাবী। এদিন কোতুলপুর থেকে রানীবাঁধে নিজের বাড়ী কমো গ্রামে ফিরছিল এই দিনমজুর পরিবারটি। বছর ২৩ এর যুবক সুজন সরেন তার মা,বাবার সাথে একটি বাসে চড়ে কোতুলপুর থেকে রানীবাঁধ রওনা দেয়। এই দিনমজুর পরিবারটি কোভিড আংশিক লকডাউনের পর পুরোপুরি লকডাউন হতে পারে এই আশঙ্কায় কমো গ্রামে নিজেদের ঘরে ফিরছিলেন। ফেরার পথে বাসেই অসহ্য পেট ব্যাথায় কাতরাতে থাকে সুজন। এর পর ধলডাঙ্গায় বাস স্টপেজে তাদের নামিয়ে দেওয়া হয়। সেখানেই সুজনের বাবা,মা টের পান তাদের ছেলের দেহে আর প্রাণ নেই। শুরু করে কান্নাকাটি। যদিও স্থানীয় লোকজন ও অন্যান্য যাত্রীরা তাদের সহায়তার জন্য এগিয়ে আসেন।
খবর দেওয়া হয় পুলিশে। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয় মানুষের আশঙ্কা কোভিড সংক্রমণের কারণেও এই মৃত্যু হয়ে থাকতে পারে। এদিকে,কোভিড পরিস্থিতিতে এই মৃত্যু ঘটায়। মরদেহে কোভিড ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করার পরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদি কোভিড পজেটিভ হয় সেক্ষেত্রে কোভিড প্রোটোকল মেনে অন্তিম সংস্কারের ব্যবস্থা করবে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct