রাকিবুল ইসলাম, সালার: মুর্শিদাবাদের সালার থানার ধুরসুন্ডা গ্রামের বাসিন্দা আরিফ হোসেন গত ৯ বছর ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত৷ প্রতি দুমাস পর পর রক্ত লাগে আরিফের৷ কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় ওষুধ টুকুও কিনতে পারেনা তারা৷ আরিফের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালার থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত। শনিবার আংশিক লকডাউন শুরু হওয়ায় রক্তের জন্য সমস্যায় পড়ে ছোট আরিফ হোসেনের পরিবার। তাই সালার থানার ওসি ইন্দ্রনীল মাহান্তর কাছে ছুটে যায় আরিফের পরিবার। ওসির নির্দেশে ব্লাড ব্যাঙ্কে রক্ত দিয়ে ওই শিশুর প্রান বাচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালার থানার কর্তব্যরত সিভিক পুলিশ ভলেন্টিয়ার মহম্মদ আসাদুল ইসলাম৷
এমন মানবিকতার নজির দাগ কেটেছে সকলের মনে। ছোট্ট আরিফের প্রাণ বাঁচাতে পেরে খুশি সিভিক ভলেন্টিয়ার মহম্মদ আসাদুল। ছেলেকে প্রাণে বাঁচাতে রক্তের জন্য ছুটে বেড়িয়ে শেষপর্যন্ত পুলিশের সাহায্যে রক্তের যোগাড় করতে পেরে স্বস্তিতে আরিফের মা আফরুজা বেগম৷ শেষপর্যন্ত পুলিশের সাহায্যে পেয়ে খুশি আরিফের পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct