আপনজন ডেস্ক: বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়কে। কিন্তু ব্যতিক্রম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইট করে মমতাকে শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছেন। এ নিয়ে তাই মমমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জয়ের পর তাকে ফোন করে অভিনন্দন জানালেন না।
সোমবার কালীঘাটে সাবাদিকদের সঙ্গে কতা বলার ময় তৃণমূল নেত্রী বলেন, এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না। আমি অবাক হয়েছি।
মমতার মুখে এ কথা শুনে তাকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী ফোন করেননি আপনাকে? মমতার জবাব, না উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন। এরপরই তৃণমূল নেত্রী বলেন, অবশ্য আমি কিছু মনে নিই না। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা সেখানে সহযোগিতা থাকলেই হল।
যদিও মমতা নিজেই জানান তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এছাড়া রজনীকান্তম অখিলেশ যাদব প্রমুখ।
তবে ফোন না করায় মমতা আক্ষেপ প্রকাশ করলেও মমতা ও তার দলকে ট্যুইট করে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মরা সীতারমন। কিন্তু সাধারণ কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী পুনরায় জিতে ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী ফোন করে তাকে শুভেচ্ছা জানিয়ে তাকেন। এক্ষেত্রে মোদি তা না করায় তার সৌজন্যতাবোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরুর করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct