রাকিবুল ইসলাম, বেলডাঙা: সোমবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার কাপাসডাঙ্গা মাঠপাড়া থেকে উদ্ধার প্রায় ৮৪টি তাজা বোমা। এলাকার আখের জমিতে ৭টি ব্যাগ ও একটি জারে ওই বোমা গুলি মজুত করা ছিল বলে অভিযোগ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযোগ ভোটে অশান্তি ছড়াতে এই বোমা গুলি মজুত রাখা হয়েছিল। অভিযোগ বেলডাঙা থানার কাপাসডাঙ্গা মাঠপাড়া এলাকার পররিত্যক্ত আখের জমিতে ওই বোম গুলি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
খবর দেওয়া হয় থানায়। পরিতাক্ত স্থানে নিয়ে গিয়ে বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে৷ এই বিশাল পরিমান বোমা উদ্ধার হওযায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়৷ কে বা কারা বোমা গুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct