মেহরাজ চৌধুরি, অসম: দেশের যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হল তার মধ্যে রয়েছে অসম। অসমের ১২৬টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৬০ আসন দখল করেছে। আর কংগ্রেস পেয়েছে ২৯টি আসন। এবার কংগ্রেস ও বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ জোট করে লড়াই করেছে। এআইইউডিএফ পেয়েছে ১৬টি আসন।
এছাড়া বিজেপির জোটসঙ্গী অসম গণপরষিদ পেয়েছে ৯টি আসন। আর বড়ো পিপলস ফ্রন্ট পেয়েছে চারটি ও অন্যান্যরা পেয়েছে আটটি আসন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভায় মোট ৩১জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কংগ্রেসের ১৬জন আর এআইইউডিএফ-এর ১৫জন বিধায়ক রয়েছেন। নির্বাচিত এআইইউডিএফ বিধায়কগণের তালিকা:
১. সিদ্দিক আহমেদ: দক্ষিণ করিমগঞ্জ (কংগ্রেস)
২. আব্দুল আজিজ: বদরপুর (এআইইউডিএফ)
৩. জাকির হোসেন লস্কর: হাইলাকান্দি (এআইইউডিএফ)
৪. সুজামুদ্দিন লস্কর: কাটলিছড়া (এআইইউডিএফ)
৫. নিজামুদ্দিন চৌধুরী: আলগাপুর(এআইইউডিএফ)
৬. করিমুদ্দিন বড়ভূইয়া সাজু: সোনাই (এআইইউডিএফ)
৭. মিছবাহুল ইসলাম লস্কর: বড়খলা (কংগ্রেস)
৮. খলিলুদ্দিন মজুমদার: কাটিগড়া (কংগ্রেস)
৯. আমিনুল ইসলাম: মানকাচর (এআইইউডিএফ)
১০. ওয়াজেদ আলী চৌধুরী: দক্ষিণ শালমারা (কংগ্রেস)
১১. নজরুল হক: ধুবড়ী (এআইইউডিএফ)
১২. মিজানুর রহমান: গৌরিপুর(এআইইউডিএফ)
১৩. আব্দুস সুবহান আলী সরকার: গোলকগঞ্জ (কংগ্রেস)
১৪. মাওলানা হাফিজ বশির আহমেদ কাসিমি: বিলাসীপাড়া পশ্চিম (এআইইউডিএফ)
১৫. সামসুল হুদা: বিলাসীপাড়া পূর্ব (এআইইউডিএফ)
১৬. আব্দুল বাতেন খন্দকার: অভয়াপুরী উত্তর (কংগ্রেস)
১৭. একে রশিদ আলম: গোয়ালপাড়া পূর্ব (কংগ্রেস)
১৮. আব্দুর রশীদ মন্ডল: গোয়ালপাড়া পশ্চিম (কংগ্রেস)
১৯. আফতাবুদ্দিন মোল্লা: জলেশ্বর (কংগ্রেস)
২০. আব্দুর রহিম আহমেদ: বরপেটা (কংগ্রেস)
২১. হাফিজ মাওলানা রফিকুল ইসলাম: জনিয়া (এআইইউডিএফ)
২২. শেরমান আলী: বাঘবর (কংগ্রেস)
২৩. জাকির হোসেন শিকদার: সরুক্ষেত্রী (কংগ্রেস)
২৪. আশরাফুল হোসেইন: চেঙা (এআইইউডিএফ)
২৫. রেকিবুদ্দিন আহমেদ: ছয়গাও (কংগ্রেস)
২৬. মাজিবুর রহমান: দলগাও (এআইইউডিএফ)
২৭. আসিফ মোহাম্মদ নাজার: লাহরিঘাট (কংগ্রেস)
২৮. মাওলানা আমিনুল ইসলাম: ধিং (এআইইউডিএফ)
২৯. নুরুল হুদা: রূপহিহাট (কংগ্রেস)
৩০. রকিবুল হোসেইন: সামাগুড়ি (কংগ্রেস)
৩১. সিরাজুদ্দীন আজমল: যমুনামুখ (এআইইউডিএফ)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct