নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: এক্সিট পোলের জল্পনা উড়িয়ে টানটান উত্তেজনার মধ্যে ২৩ রাউন্ড শেষে মালদহের চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও মালতিপুর বিধানসভার তিন তৃণমূল প্রার্থী জয়ী। চাঁচল-৪৫নং বিধানসভার তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ ৬৬৭৬৭ হাজার,হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার তৃণমূল প্রার্থী তজমুল হোসেন ৭৭৫৭৬ হাজার ও মালতিপুর-বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি ৯১৬৬৪ হাজার ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছেন ।
নির্বাচন কমিশন সূত্রে খবর নিহার রঞ্জন ঘোষ মোট ভোট পেয়েছেন ১১৫১৮৫, তজমুল হোসেন পেয়েছেন ১২২৫৩০ ও আব্দুর রহিম বক্সি পেয়েছেন ১২৫৬৫৪ হাজার। তিনটি বিধানসভায় দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
তৃণমূল প্রার্থী তজমুল হোসেন বলেন’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এনআরসির আতঙ্কে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। বাংলার মানুষ সাম্প্রদায়িক দল বিজেপিকে রুখতে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct