মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: পূর্ব বর্ধমানে বিজেপি কে ধুয়ে মুছে সাফ করে দিলো তৃণমূল। পূর্ব বর্ধমানে ষোলোটি আসন তৃণমূল কংগ্রেস জয় লাভ করলো। বিরোধীরা কেও খাতা খোলার সুযোগ পায়নি। দুজন মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ বড় ব্যবধানে জয় লাভ করেছেন। খণ্ডঘোষে নবীন বাগ পরপর তিনবার বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন।
অন্যদিকে রায়নাতে জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা, গলসিতে নেপাল ঘোড়ুই, জামালপুর আলোক মাঝি, বর্ধমান দক্ষিনে খোকন দাস, কেতুগ্রামে সাহনওয়াজ সহ সব প্রার্থী জয় লাভ করেছেন। বর্ধমানে দুটি সাংসদ বিজেপির থাকলেও তারা কোন প্রভাব বিস্তার করতে পারেননি।
মমতা ঝড়ে কার্যত ভ্যানিশ হয়ে গেল মোদি শা-এর মিথ্যার ফানুস। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি - এই প্রবাদ বাক্য নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই বিজেপির তাবর তাবর নেতারা রবিবার সকাল থেকেই বুঝে যেতে শুরু করেন। আর বেলা যত গড়িয়েছে, ততই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে এগিয়ে থাকার খবরে কার্যত দিশেহারা অবস্থা তৈরি হয় বিজেপি প্রার্থীদের। আব কী বার ২০০ পার বলে প্রচার করেছিলেন মোদী-শাহরা। দুশো তো দূর অস্ত, ১০০-এর গন্ডিও পেরোতে পারল না বিজেপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct