আপনজন ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল অনেকটাই এগিযে রয়েছে বলে আবাস পাওযা যাচ্ছে। তবে, সবচেয়ে অবাক ব্যাপারে বামফ্রন্ট ও কংগ্রেস জোটে শামিল পীরজাদা আব্বাস সিদ্দিকীর আইসএসএফ একেবারে ফ্লপ। শুধুমাত্র ক্যানিং পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে টক্কর দিয়ে চলেছেন। যে ভাঙড় নিয়ে এত আলোচনা সেই ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তৃতীয় স্থানে অবস্থান করছেন।
ভাঙড়ে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় শেষে তৃণমূল প্রার্থী যেখানে ৬৭৪১টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে বিজেপির সৌমি হাটি পেয়েছে ৫৭৯১টি ভোট। আর নওশাদ সিদ্দিকী পেয়েছেন ১৭৫৫টি ভোট।
অপরদিকে, ক্যানিং পূর্ব কেন্দ্রে সওকত মোল্লা যেখানে ২২১৮৫টি ভোট পেয়েছেন সেখানে তার কাছাকছি াবস্থান করছেন গাজি সাহাবুদ্দিন সিরাজি। আর বিজেপি পেয়েছে ১৪১৬০। এই ক্যানিং পূর্ব কেন্দ্রটি আইসএফের কাছে আশার আলো দেখাচ্ছে। বাকি সব জায়গায় আইএসএফ খুব কম ভোট পাচ্ছে বলে ইঙ্গিত মিলছে।
দক্ণষি ২৪ পরগনার আর কেন্দ্র ছিল নজরকাড়া। সেটি হল মগরাহাট পশ্চিম। এই কেন্দ্রে মন্ত্রী গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম মোল্লা। তৃতীয় রাউন্ডের শেষে গিয়াস উদ্দিন মোল্লা যেখানে ১৩৭৬৮টি ভোট পেয়েছেন সেখানে মইদুল পেয়েছেন মাত্র ১৮৩৭টি ভোট।
তবে, আমডাঙায় কিছুটা হলেও ভাল ফল করছে আইএসএফ। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী।
ফলে, বোঝা যাচ্ছে বাম কংগ্রেস আইসএসএফ জোটকে মানুষ সেভাবে সাড়া দেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct