কুতুবউদ্দিন মোল্লা, ঢোসা: সারা পশ্চিমবঙ্গ জুড়েই আংশিক লকডাউন শুরু হয়েছে। তাই সকাল ৭ থেকে বেলা দশটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলবে। এর মধ্যে কোন দোকানদার যদি দোকান খোলেন তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন। কেবলমাত্র ঔষধ দোকান এবং মুদিখানা দোকান খোলা থাকবে বাকি সমস্ত দোকান এই সময়ে গুলির মধ্যে বন্ধ থাকবে। যেহেতু করোনা ভাইরাস দিনের পর দিন আক্রান্ত হয়ে মানুষ হসপিটালের বেডে শয্যাশায়ী হয়ে আছেন এবং বেশ কিছু মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে লকডাউন টানতে বাধ্য হয়েছেন নবান্ন থেকে।
রাজ্য আংশিক লকডাউন সম্পূর্ণ আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের জন্য খুবই ভালো। তার কারণে আমরা এই লকডাউন মেনে নিচ্ছি। আমাদের সমস্যা হলেও মেনে নিলাম। বর্তমানে যে করোনা দাবদাহ বেড়েই চলেছে তার কারণে। এ কথা বলেন ঢোসা বাজারের বিক্রেতা নারায়ণ মন্ডল, কুশ মন্ডল।
পাশাপাশি দূরত্ব বজায় রেখে আমরা ক্রেতাদের হাতে স্যানিটাইজার দিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন। যে সমস্ত ব্যক্তিদের মাস্ক মুখে নেই। তাদেরকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন না।
তবে, পুলিশ রাস্তায় পাহারা দিচ্ছে। যারা করোনা বিধি মানছে না তাদেরকে সতর্ক করছে। বাধ্য করছে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct