রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বাম নেতা আবুল হাসনাৎ খান। মৃত্যুকালীন তার বয়স ছিল ৭৫ বছর। টানা ২৪/২৫ দিন কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে করোনার ভয়ঙ্কর রোগের সঙ্গে যুদ্ধ করে শুক্রবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সাংসদ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর লোকসভার সাংসদ নির্বাচিত হন আবুল হাসনাৎ খান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct