মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: কোভিডে মৃত্যু হওয়া লাশ বহন বা সৎকারে পাশে পাওয়া যাচ্ছে না মানুষকে । তারই মধ্যে আশার আলো দেখিয়েছে পূর্ব বর্ধমান জেলার পাঁচটি সংস্থা যারা কোভিড মৃতদেহ বহন করতে সরকারি বা বেসরকারিভাবে শববাহী গাড়ি দেওয়ার জন্য এগিয়ে এসেছে। তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬৩৫৮৫২৪৯৬ নম্বর, বর্ধমান পুরসভা ৯৮৮৩৫৬৪৪৯৪, দাঁইহাট পুরসভা ৮৬৭০০৭৭৭৭৪, কালনা পুরসভা ৮৬৪২৮৫৫৫ ও মেমারি ১ ব্লকের বাগিলা পঞ্চায়েতের নম্বর ৯৭৩৪৯৩৮৪১৫।
বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় পাল নিজেকে গর্বিত বোধ করেন তার পঞ্চায়েতে এভাবে কোভিড দেহ বহনের জন্য গাড়ি পরিষেবা দিতে পারার জন্য।
সমগ্র পূর্ব বর্ধমান জেলার মধ্যে একমাত্র বাগিলা পঞ্চায়েত এই ধরনের পরিষেবায় যুক্ত থাকতে পেরেছে। তবে, এই বিনামূল্যে পরিষেবার পাশপাশি সরকারি ছাড়াও বেসরকারি ভাবেও কোভিড দেহ বহন করছেন ন্যায্যমূল্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct