জৈদুল সেখ, কান্দি: অষ্টম ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল। ভোট হবে মালদা জেলার ছ’টি বিধানসভা আসনে। দক্ষিণ মালদার এই ছ’টি বিধানসভা আসন হল মালদা, ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর। রাত পেরোলেই ভোট। তাই চলছে শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি। এই ৬টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা- ২০৭৩, মোট ভোট কর্মীর সংখ্যা- ৯০৭৬।
ছটি বিধানসভা আসনে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৩৭৪ টি। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বুথে বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। অষ্টম দফার ভোটের জন্য জেলায় ১১৮ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের বুথে বুথে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইভিএম, ভিভিপ্যাট মেশিন সমেত ভোটের যাবতীয় উপকরণ ভোটকর্মীদের বুঝিয়ে দিতে দুটি ডিসিআরসি খোলা হয়েছে। একটি মালদা কলেজে ও অপরটি পলিটেকনিক কলেজে। ডিসিআরগুলি শেষ মুহূর্তের জন্য প্রস্তুত।
শয়ে শয়ে ভোটকর্মীরা সেখানে জড়ো হয়েছেন ভোটের জিনিসপত্র বুঝে নিতে। পুরুষ ভোট কর্মীর পাশাপাশি রয়েছেন মহিলা ভোট কর্মীরাও। বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সব ভোট কর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার, ডিসপোজেবল গ্লাভস, থার্মাল গান দেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct