আপনজন ডেস্ক: আবার তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। এমনটাই ইঙ্গিত মিলল বুথ ফেরত সমীক্ষায়। ফলে, বুথ ফেরত সমীক্ষার ভিত্তিতে বলা যায় তৃতীয় বারের জন্য মমতা আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলার। বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি বা অমিত শাহরের বারে বাঙলা সফর বিজেপিকে খানিকটা এগিযে রাখলেও তাদের বালা দখরের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।
যে সব বুথ ফেরত সমীক্ষা সামনে এসছে তাতে বেশিরভাগ সমীক্ষাই বলছে ফের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।
এবিপি-সি ভোটার বৃথ ফেরত সমীক্ষা বলছে তৃণমুল কংগ্রেস পশ্চিমবঙ্গে ১৫২-১৬২টি আসন পাবে। বিজেপি পেতে পারে বড় জোর ১০৯-১২১টি আসন। আর বাম জোট পেতে পারে ১৪-২৫টি আসন।
অন্যদিকে, টাইমস নাউ বলছে তৃনমূল কংগ্রেস পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আর বাম জোট ১৯টি। এচাড়া পি-মার্ক বলছে ১৫৮টি তৃণমূল, বিজেপি ১২০টি আর বাম জোট ১৪টি। কেবলমাত্র সিএনএক্স-রিপাবলিক টিভি সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৪৩টি আসন। আর তৃণমূল পেতে পারে ১৩৩টি আসন। বাম জোট পেতে পারে ১৬টি আসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct