আপনজন ডেস্ক: ২৯ এপ্রিল ২০২০, আজ থেকে এক বছর আগে মরণঘাতি ক্যান্সার কেরে নিয়েছে ভারতীয় চলচ্চিত্র জগৎ এর উজ্জ্বল নক্ষত্র ইরফান খানেকে। দীর্ঘদিন দিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত থাকার পর, তাঁর হঠাৎ করে চলে যাওয়ায় ভারতীয় সিনেমার জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
মাত্র ৫৩ বছর বয়সে থেমে গিয়েছিল ইরফান খানের জীবন। তাঁর কেরিয়ার খুব দীর্ঘায়িত না হলেও তিনি তাঁর এই অল্প কয়েক বছরেরর চলচ্চিত্র জীবনে তাঁর অভিনীত এমন কয়েকটি সিনেমা আমদের মধ্যে রেখে গেছেন যা তাঁকে আমাদের মধ্যে জীবন্ত করে রাখবে। শুধু বলিউড নই তিনি বলিউডের গন্ডি পার করে হলিউডেও স্বীকৃতি লাভ করেছেন।
ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে জেনে নিন তাঁর কয়েকটি সিনেমার নাম যে গুলো তাঁকে চিরস্মরণীয় করে রাখবে
★ হাসিল: ২০০৩ সালে হাসিল সিনেমা মুক্তি পায় তিমাংসু দুলিয়া পরিচালিত এই সিনেমাতে তিনি ছাত্র নেতার ভূমিকায় অভিনয় করেন। ইরফান খানের চরিত নাম ছিল রণভিজয় সিংয়।
★ মকবুল: ২০০৩ সালে বিশাল ভরদ্বাজ পপরিচালিত মোকবুল সিনেমায় অভিনয় করেন ইরফান। শেক্সপিয়ারের ম্যাকবেথের একটি রূপান্তর। ছবিটিতে ইরফান খান মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমায় তিনি তাবু, নাসিরউদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
★ লাইফ ইন এ মেট্রো: ২০০৭ সালে আনুরাগ বসু রচিত এবং পরিচালিত লাইফ ইন এ মেট্রো সিনেমাতে কঙ্কনার বিপরীতে তাঁর অভিনয় সকলের প্রশংসা অর্জন করে।
★ দ্য নেমসেক: ২০০৭ সালে মুক্তি পাওয়া তাঁর অপর এক সিনেমা হল 'দ্য নেমসেক'। মীরা নায়ার পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ইরফান। এই সিনেমাতে তাঁর অনবদ্য অভিনয় জুলিয়া রবার্টসের প্রশংসা অর্জন করে।
★ স্লামডগ মিলিয়নিয়ার: স্লামডগ মিলিয়নিয়ার ছবিটি ড্যানি বয়েল পরিচালিত। অস্কার পুরস্কৃত ছবিতে বিশ্বের দর্শকদের নজরে তিনি ভালোভাবে চলে আসেন।
★ বিল্লু: ২০০৯ সালে প্রিয়দর্শন পরিচালিত একটি বলিউড চলচ্চিত্র বিল্লু। সিনেমা মাকিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এই ছবিতে নাপিতের ভূমিকায় অভিনয় করেন ইরফান। সহ অভিনেতাদের মধ্যে ছিলেন শাহরুখ খান।
★ পান সিং তোমর: তিগমংশু ধুলিয়া পরিচালিত একটি আত্মজীবনী চলচ্চিত্র পান সিং তোমর। এই সিনেমার জন্য তিন বেস্ট অ্যাক্টর হিসাবে ৬০তম জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন।
★ লাইফ অফ পাই: তাইওয়ানী পরিচালক অ্যাং লি পরিচালিত একটি অস্কার জয়ী সিনেমা হল লাইফ অফ পাই। অস্কার জয়ী এই সিনেমাতেও তিনি তাঁর অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রাখেন।
★ তলবার: আরুশি হত্যা নিয়ে রচিত এই সিনেমাতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। ছবির পরিচালক ছিলেন মেঘনা গুলজার।
★পিকু: সুরজিৎ সরকার পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হাস্যরস্যাত্মক চলচ্চিত্র। এই সিনেমায় অমিতাভ বচ্চন ও দিপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করেন। ছাপ রাখেন নিজস্ব অভিনয়ের।
এছাড়াও ইরফানের আরো তিনটি উল্লেখযোগ্য সিনেমায় দ্য লাঞ্চ বক্স, হিন্দি মিডিয়াম ও আংরেজি মিডিয়াম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct