সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: বুধবার জেলা তৃণমূল কংগ্রেস থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারকে ডেপুটেশন দেওয়া হল। গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবি ছিল তাদের। দাবি গুলো হল, করোনার টেস্ট করে ২৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে হবে। ইমারজেন্সিতে গাদাগাদি করে মানুষদের করোনা টেষ্ট হচ্ছে, তা এক্ষুনি বন্ধ করে “নাইট সেলটার” ভবনে ট্রান্সফার করতে হবে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে।
রোগীর পরিবারের রাত্রিকালীন আশ্রয়স্থলকে ভালোভাবে ব্যবহার করতে হবে। রাত্রে বা ছুটির দিনে পাবলিকের জন্য যোগাযোগ নং চালু করতে হবে এবং ইমার্জেন্সি পর্যবেক্ষণ ওয়ার্ড চালু করতে হবে। এমন গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবী নিয়ে আজ জেলা তৃণমূলের পক্ষে ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের চেয়ারম্যান আলি আকবর খান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, অফিস সম্পাদক মদন মোহন ভট্টাচার্য্য, জেলা তৃণমূলের মহিলা নেত্রী মৌ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct