আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা: মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় এমনই মন্তব্য করেছিলেন তৎকালীন বাম সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৯ সালে ফের বিতর্কিত মন্তব্য করে বসেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
এসব নেতা নেত্রীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মাদ্রাসায় জঙ্গি নয় বরং ডাক্তারের মতো সম্মানজনক পেশার মানুষ তৈরি করে যারা সমাজের উপকারে আসেন।
এরকমই একজন হলেন ডা. ইউসুফ। ইউসুফের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বগডহরা গ্রামে। বাবা ইব্রাহিম মন্ডল পেশায় ক্ষুদ্র বাস ব্যাবসায়ী মাত্র ১/২ বিঘা চাষের জমি ছিলো ছেলেকে পড়াতে তা বিক্রি করে দিতে হয়েছে।
মা কোলসুমা মন্ডল গৃহবধূ, আর দাদা ইসমাইল মন্ডল আল আমিন মিশনের শিক্ষক। এদের সঙ্গে দু বোন নিয়ে ইউসুফদের সংসার। ডা. ইউসুফ বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় ৮৭শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে
উচ্চ মাধ্যমিক পড়েন আল-আমিন মিশনের পাঁচুড় শাখা থেকে। সেকান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে নিট উত্তীর্ণ হন। এরপর এমবিবিএস করেন আই কিউ সিটি মেডিক্যাল কলেজ থেকে। বর্তমানে বাঁকুড়ার জয়পুর ব্লক প্রায়মারী হেল্থ সেন্টারের মেডিক্যাল অফিসার পদে তিনি কর্মরত। সরকারি ডিউটি শেষ করে আরামবাগে বিনা পয়সায় মানবসেবা করেন এই মহান ডাক্তার।
ফ্রিতে ডাক্তারি করছেন কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি খুব কষ্টে ডাক্তার হয়েছি আমার এবং আমার আব্বা আম্মার খুব ইচ্ছা মানুষের সাহায্য করা, বিনা চিকিৎসায় মানুষ অসুস্থ থাকবে আমি তা দেখতে পারিনা তাই আমার এই চিন্তা ভাবনা 'তবে আমি প্রত্যেকদিন বসতে পারিনা সপ্তাহে একদিন মঙ্গলবার ফ্রি চিকিৎসা করি ভবিষ্যতে ইচ্ছা আছে দিন সংখ্যাটা বাড়ানোর।
ডা. ইউসুফ আরও বলেন, এই করোনাকালে অযথা বাড়ি থেকে বের হবেন না অতি প্রয়োজনীয় দরকার থাকলে মাস্ক লাগিয়ে বের হন, দূরত্ব বিধি মেইনটেন্স করুন, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে পুরো সমাজ ভালো থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct