জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: করোনার প্রকোপ রুখতে এবং সাধারণ মানুষকে সচেতনত করার লক্ষে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের অন্তর্গত বরাভূম রেল স্টেশনে বুধবার একটি সচেতনতা মূলক কর্মসূচি আয়োজন করলো চান্ডিল থানার আরপিএফ।
জানা যায় এদিন সকাল বেলা স্টেশনের সামনে সচেতনতার শিবির করে রেল যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে তাদের হাতে স্যানিটাইজ করে মাস্ক তুলে দেন রেল পুলিশ কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে যোগ দিতে এসে চান্ডিল থানার আরপিএফ ইন্সপেক্টর কুমার রাজীব জানান, এটা আমাদের দক্ষিণ-পূর্ব রেলের প্রতিটি স্টেশনে ২৩ শে এপ্রিল থেকে এই ধরণের সচেতনতা মূলক শিবির করা হচ্ছে। আজকে আমরা বরাভূম রেল স্টেশনে করোনা সচেতনতার শিবির করলাম। পাশাপাশি প্রত্যেক রেল যাত্রীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণের মাধ্যমে করোনার হাত থেকে বাঁচতে নানান সচেতনমূলক বার্তা দেওয়া হয়। বলা হয় ট্রেনে ওঠার আগে মাস্ক পরতে হবে ও প্রত্যেককেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি।
তিনি আরও বলেন প্রথমে নিজে বাঁচুন ও পরিবারকে বাঁচান, তারপর সমাজকে তবেই নিজের দেশ বেঁচে থাকবে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct