আপনজন ডেস্ক: প্রতিবেশী বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা সরকার এবার মুসলিম মহিলাদের ইসলামি পোশাক বোরকা নিষিদ্ধের ব্যাপারে জোর তৎপরতা শুরু করেছে। বোরকা পরিধান নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। ‘জাতীয় নিরাপত্তার জন্য’ এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এটি এখন আইনখসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।’
এর আগে, গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, এটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ প্রসঙ্গে কলোম্বোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক টুইটে বলেছিলেন, বোরকা নিষিদ্ধের এই পদক্ষেপ ‘শ্রীলঙ্কার সাধারণ মুসলমান ও সারাবিশ্বের মুসলমানদের ক্ষতকে আরও গভীর করে তুলবে।’
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শ্রীরঙ্কা সরকার মুসলিম বিরোধী মনোভাব নিযে চলেছে। তারা জনিয়েছে, করোনায় মুসলিমের মৃত্যু হলেও তাকে পোড়ানো হবে, কবর দেওয়া যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct