আপনজন ডেস্ক: যে সব দরিদ্র পরিবারের করোনা আক্রান্ত রোগী মারা যান তাদেরকে নিখরচায় শেষকৃত্যের জন্য লাশ শ্মশানঘাট, কবরস্থান বা তাদের পরিবারের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছেন ফাইজুল নামে এক যুবক। উত্তরপ্রদেশের এলাহাবাদের আটারসুইয়ার বাসিন্দা ফাইজুল মূলত অ্যাম্বুলেন্স চালক। করোনায় মৃতদেরকে এভাবে সৎকারের জন্য তাদের লাশ বহন করে এক মানবতায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছেন। শুধু করোনা রোগী নয় গত ১০ বছর ধরে এই কাজ করে চলেছেন।
ফাইজুল যিনি অ্যাম্বুলেন্স চালিয়েেই মূলত সংসার নির্বাহ করেন তিনি মহামারীর মধ্যে দরিদ্র ও দরিদ্রদের জন্য নিখরচায় গাড়ি পরিষেবা দিয়ে তাদের স্বজনদের শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চলেছেন। ধর্ম বর্ণ না দেখে একেবারে নিখরচায় কোভিড -১৯ রোগীর মৃতদেহ ফেরি করে তিনি এলাকায় সুনাম কুড়োচ্ছেন।
তবে, তার একাটই আফসোস, তিনি ধর্মপ্রাণ হয়েও এই লাশ বহনের কাজ করতে গিয়ে রোযা রাখা হচ্ছে না। কারণ, যখনই ফোন আসে তখনই চলে যেতে হয়। এই পরিষেবার দেওযার পর ফাইজুল কারও কাঝ থেকে কোনও টাকা পয়সা চান না। তবে, এনকে স্বইচ্ছায় তাকে জোর করে কিছু সাম্মানিক দিতে চাইলে তিনি না করতে পারেন না। অবিববাহিত ফাইজুল বলেন, ফয়জুল বলেন, আমি এমন এক কাজে জড়িত তাতে বিয় কারর পর এই কাজে বাধাগ্রস্ত হতে পারি। তাই আমি বিয়ে করতে চাই না। একসময় অপরের গাড়িতেই লাম বহন করারর কাজ করতেন। পরে ঋণ নিয়ে অ্যাম্বুলেন্স কিনেছেন। সেই অ্যাস্বুলেন্স এখন দরিদ্রদের বিনা পয়সায় সেবা দিয়ে চলেছেন ফাইজুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct