আপনজন: অবশেষে জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাধা দূর হল। ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরাইল পুলিশ। সেখানে ইসরাইলি পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে রবিবার রাতে বিজয় উল্লাস করেছে ফিলিস্তিনিরা। প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ঐতিহাসিক দামেস্ক গেট চত্বরে পবিত্র রমযান মাস উপলক্ষে আবারও সমবেত হওয়ার অনুমতি পেয়েছে ফিলিস্তিনিরা।
রক্তক্ষয়ী সংঘাতের পর রবিবার সন্ধ্যায় দামেস্ক গেট থেকে ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয় ইসরাইলি কর্তৃপক্ষ। দু’সপ্তাহে প্রথমবারের মতো এলাকাটিতে তারাবির জামাত আয়োজনের সুযোগ পায় ফিলিস্তিনিরা। ইসলামি নেতাদের আহ্বানে অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
এ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন মুসলিমরা। রমজান মাসে তারাবি আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।
নামাজ আদায় করতে না দেওয়ায় গত তিনদিন বিক্ষোভে উত্তাল ছিল এলাকাটি। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরেও। রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত বছর দামেস্ক গেটের সামনে রমযান পালন বন্ধ করে দেওয়া হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct