আপনজন ডেস্ক: নন্দীগ্রামে ১০টা বুথে রিগিং হয়েছে। তাই ওই ১০টা বুথে ফল খারাপ হতে পারে। কিন্তু বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে। আর যতই কেন্দ্রীয় বাহিনী সাহায্য করুক বিজেপি আশির গণ্ডি ছুঁতে পারবে না। সোমবার কলকাতার মিনার্ভা থিয়েটারে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মমতা বলেন, বর্তমান নির্বাচন কমিশন দেশে গণতন্ত্র থাকবে না। কমিশন বিজেপির হযে কাজ করা সহ্য করতে চান না মমতা। তাই তার বক্তব্য, হাতে প্রমাণপত্র আছে। ভোট মিটলে আদালতে যাবেন। অনেক সহ্য করেছেন, আর সহ্য করবেন না। মমতা দাবি করেন, তৃতীয়বারের মতো তৃণমূল সরকার গড়বে রাজ্যে। আর অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এদিন মমতা পুনরায় রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করেন। uএরপর দুয়ের পাতায়
তার অভিযোগ, বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোভিড টেস্ট করা হয়নি। আর ভোট পর্ব মিটলেও তাদেরকে এ রাজ্যে রেখে দেওযা হয়েছে। তাই করোনা সংক্রমণের জন্য তিনি কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তোলেন।
এ প্রসঙ্গে তিনি মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানান। আর দেশে অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় জন্য নরেন্দ্র মোদিকে দায় িকরেন। প্রশ্ন তোলেন, এটাই কি মোদির আত্মনির্ভর ভারত?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct