আপনজন ডেস্ক: পবিত্র রমযান মাসে আমরিকা জুড়ে মসজিদ খুলে রাখার অনুমতি দিয়েছে মার্কিন সরকার। আর তাকে আল্লাহর রহমত বলে মনে করছেন মার্কিন মুসলিমরা।
এ ব্যাপারে মার্কিন গণমাধ্যমগুলি বলছে, গত বছর এই রমজান মাসে করোনা মহামারির কারণে মসজিদের দরজা বন্ধ ছিল। এখন সংক্রমণের হার কমতে থাকায় এবং ভ্যাকসিন সুলভ হওয়ায় মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে।
এমন পরিস্থিতিতে মুসলমানরা মসজিদ খুলে দেয়ায়, নামাজ আদায় করতে পেরে নিজেদের ধন্য মনে করছেন। তারা জানান, প্রেসিডেন্ট বাইডেনের মুসলমানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তাকে মুসলমান সমাজের কাছে আরো আপন করে তুলেছে। নর্থ ক্যারোলিনার উইনস্টন সালেম কমিউনিটি মসজিদের ইমাম খালিদ গ্রিগস বলেন, আমি ভাই-বোনদের সঙ্গে মসজিদে ফিরতে পেরে রোমাঞ্চিত। যদি আল্লাহ এখনই আমার প্রাণ নিতে চান তবে আমি নিজেকে সম্পূর্ণ মনে করবো। মসজিদ পুনরায় চালু হওয়ার পর ইমাম আসিফ হিরানী বলেন, এ বছর অল্প বয়সীরা মসজিদে নামাজ আদায় করতে আসেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। অন্যদিকে বয়োজ্যেষ্ঠরা সংক্রমিত হতে পারেন বা ছড়াতে পারেন সন্দেহে মসজিদে আসা থেকে বিরত থাকছেন। রমযানে এমন অনেক যুবককে দেখে অবাক হয়েছেন যারা এখন তার ভাষায় আরও ধার্মিক হয়েছেন, নামা পড়ছেন। তিনি বলেন, তারা আমাকে নামায এবং সদকা সম্পর্কে প্রশ্ন করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct