আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতিতে এবার উত্তরপ্রদেশ সরকারকে সহযোগিতা করতে চেয়ে চিঠি পাঠিয়ে আর্জি জানাল মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ‘দ্য ইসলামিক মাদ্রাসা মর্ডানাইজেশন টিচার্স অ্যাসেসিয়েশন অফ ইন্ডিয়া’। এই সংগঠনের পক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানানো হয়েছে, যেভাবে করোনা সংক্রশন বাড়ছে তার মোকাবিলায় উত্তরপ্রদেশের সব সরকারি মাদ্রাসাকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হোক।
ওই চিঠিতে শিক্ষক সংগঠনটি বলেছে, ‘উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় বেশ কয়েকটি মাদরাসা রয়েছে যা কোভিড সুবিধায় রূপান্তরিত হতে পারে। মাদ্রাসার শিক্ষকরাও কোভিড যোদ্ধা হিসাবে কাজ করতে ইচ্ছুক, তাই তাদের পরিষেবাগুলি রাজ্য এবং দেশের জন্য ব্যবহার করা যেতে পারে।’
সেই সঙ্গে বলা হয়, মাদ্রাসা শিক্ষকরাকোভিড যোদ্ধা হিসাবে কাজ করে মানুষের জীবন বাঁচাতে এবং সংকটের ক্ষেত্রে সরকারের কাছে অন্য কোনও কাজে লাগতে প্রস্তুত।
তাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিঠি লেখার পর মাদ্রাসা শিক্ষক সংগঠনটি আশায় রয়েছে, তাাদেরকে দেশের সেবায় সুযোগ দেওযা হবে। আর কোভিয যোদ্ধা মাদ্রাসা শিক্ষকদের পরিষেবা কোভিড আক্রান্তদের উপকারে এসে পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct