জুলফিকার মোল্যা, বসিরহাট: নতুন রূপ নিয়ে ফিরেছে করোনা। দ্বিতীয় ঢেউয়ে জেরবার রাজ্য থেকে দেশবাসী। সেই সময় কোভিড কেয়ার নেটওয়ার্ক নানারকম ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, টাকি পৌর নাগরিক সমিতি, টাকি স্কাউটের সহযোগিতায় কোভিড কেয়ার নেটওয়ার্কের টাকি-হাসনাবাদ ইউনিটের উদ্যোগে সকাল ৭.৩০ থেকে ১১ টা পর্যন্ত টাকি বাজার-থুবা বাজার-চৌরঙ্গী বাজার ও হাসনাবাদ বাজারে মাস্ক ও স্যানিটাইজার নিয়ে মাইক প্রচার করা হয়।
ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের কাছে পৌঁছে যায় কোভিড কেয়ার নেটওয়ার্কের সদস্যরা। পথচারীদের মাস্ক পরিয়ে সচেতনতার বার্তা দেওয়া হলো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী,সমাজসেবী দীপক বসু,শ্রীদীপ রায়চৌধুরী,টাকি-হাসনাবাদ কোভিড কেয়ার নেটওয়ার্কের কনভেনার প্রদীপ্ত সরকার,পৌর নাগরিক সমিতির সম্পাদক প্রনব সরকার,বিজ্ঞান মঞ্চের হাসনাবাদ উত্তর চক্রের সম্পাদক শুভব্রত দাশ, ডাঃ প্রদীপ বিশ্বাস, রেডক্রসের সম্পাদক গৌর সরকার প্রমুখ।
এদিন ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী বলেন সচেতনতা করাই আমাদের কাজ। আমরা প্রথম থেকেই মানুষকে এই বিষয়ে সর্তক করা ও সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কোভিড কেয়ার নেটওয়ার্কের কনভেনার প্রদীপ্ত সরকার বলেন আজ আমরা শুধু পথচারীদের নয় সেই সাথে প্রত্যেকের কাছেই আবেদন রেখেছি যাতে মাস্ক ছাড়া পথে না বেরোয়।
সেইসাথে দোকানদার বন্ধুদের বিশেষ ভাবে অনুরোধ করেছি মাস্ক ছাড়া কোনো অবস্থাতেই মালপত্র না দেয়। মাস্ক ছাড়া গাড়িতেও যাতে না তোলা হয় তার অনুরোধও করা হয় গাড়ি মালিকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct