সেখ আনোয়ার হোসেন, তমলুক: বজ্রপাতের হাত থেকে মানুষকে বাঁচাতে দামিনী অ্যাপ-এর উপর ভরসা করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বাজ পড়ার ১৫ মিনিট আগেই দামিনী সংকেত পাঠিয়ে সাবধান করে দেবে। আর তাতেই বাড়ির বাইরে থাকা মানুষজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বার্তা দেবে এই অ্যাপ। ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপারমেন্ট (আইএমডি) বজ্রপাতের পূর্বাভাস পেতে একটি বিশেষ অ্যাপ হাতিয়ার করেছে। অ্যাপটির নাম দামিনী। কালবৈশাখী ঝড়ের মরসুমে এই অ্যাপ ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক বিডিও, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি অফিসার ও কর্মীদের এই অ্যাপ ডাউনলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কোন এলাকায় কখন বাজ পড়বে সেই বার্তা এই অ্যাপ জানিয়ে দেবে। তাতে করে দ্রুত সেখানকার মানুষজনকে সতর্ক করা যাবে।
এ নিয়ে মাইকিং করে মানুষজনকে দ্রুত বাড়ীতে আশ্রয় নিতে বলা হবে। গুগল প্লে স্টোর থেকে যে কেউ দামিনী আপলোড করতে পারবেন। এই অ্যাপ ডাউনলোড করতে মোবাইল ব্যবহারকারীর কুড়ি বর্গ কিলোমিটার এলাকার মধ্যে যেকোনো জায়গায় বাজ পড়ার সম্ভাবনা থাকলে সেটা ১৫ মিনিট আগে জানিয়ে দেবে দামিনী অ্যাপ। ১০ থেকে ১৫ মিনিট, ৫থেকে ১০ মিনিট এবং ০ থেকে ৫ মিনিটের মধ্যে তিনবার সংকেত দেবে এই দামিনী অ্যাপ। ঠিক কোন জায়গায় মধ্যে বাজ পড়তে চলেছে লোকেশন মেনশন করে দেবে দামিনী অ্যাপ। মে-জুন মাসে কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় বাজ পড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনা রুখতে দামিনী অ্যাপটি কে হাতিয়ার করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
গত কয়েকদিন আগে তমলুক শহর সংলগ্ন এলাকায় ব্যাপক বাজ পড়ে। সেই সময়ে দামিনী অ্যাপের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে বাজ পড়ার আগাম বার্তা পান পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার। তিনি রাতেই বিডিও দের কাছে সেই বার্তা পাঠিয়ে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct