সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের বাঁকুড়া জেলাতেও হু হু করে বাড়ছে করোণা আক্রান্তের সংখ্যা । তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি । বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বীরসিংহ পুর গ্রাম ভূষতোড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড কৃষিজমি সাধারণ মানুষের বসতবাড়ি ।
বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে তখন কালবৈশাখীর তাণ্ডবে আরো ক্ষতির মুখে পড়তে হলো তাদের । বড়জোড়া ব্লকের ভূষতোড়া গ্রাম বীরসিংহ পুর গ্রাম সহ বিভিন্ন গ্রামে বিঘার পর বিঘা ধান নষ্ট হয়েছে ।
পাশাপাশি পটল ঝিঙে শশা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে । এমতাবস্থায় আগামী দিনের ছেলে মেয়েদের নিয়ে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে স্থানীয় কৃষকদের । কোন রকমে তারা চাষবাস করে সংসার চালান এখন সরকারি সহযোগিতার দিকে তারা তাকিয়ে রয়েছে। আরতী বাগদি শ্যামাপদ প্রামানিক নামের ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন , চাষবাস করে সারা বছর কোন রকমে আমাদের সংসার চলে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি আমাদের ফসলের যে ক্ষতি করল তাতে আগামী দিনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের । এমতাবস্থায় সংসার কিভাবে চলবে তাই ভেবে কুল পাচ্ছিনা । সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব । এখন দেখার বিষয় আগামী দিনে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায় কিনা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct