সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: পানীয় জলের দাবি জানিয়ে এবার রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন এলাকার মহিলারা । শনিবার বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুরিয়ার সরালী মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তারা। দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকলেও তাদের এই সমস্যার সমাধান হয় নি পরে তৃণমূল কংগ্রেসের দশ বছর পেরিয়ে গেলেও একই সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের।
তাদের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় জলের সমস্যা রয়েছে তার ওপর গ্রীষ্মকাল পড়তেই জলের সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে । বারবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও পানীয় জলের সমস্যা সমাধানে কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ । অবশেষে বাধ্য হয়ে এলাকার মহিলারা রাস্তায় নেমে পথ অবরোধ করতে বাধ্য হলেন । পথ অবরোধের জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষদের।
জাহানারা বেগম নামে এক বিক্ষোভকারী মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমাদের রোজা চলছে। তার ইফতার ও সেহরির খাওয়ার সময় জলের প্রয়েঅজন। কিন্তু এলাকায় জল পাচ্ছি না ফলে তীব্র জল সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। এ িবষযে দ্রুত সমস্যার সমাধানের আর্জি জানান তিনি।
তবে প্রশ্ন একটাই এই এলাকার সাধারণ মানুষের জলের সমস্যা কবে মিটবে সেই আশাতেই দিন গুনছেন এলাকার সাধারণ মানুষরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct