আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ কোতা থেকে হচ্ছে তার কোনও সঠিক সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না। এই উৎস কি তা নিয়েও রয়েছে যথেষ্ট ধন্দ। তার মধ্যেই এক মার্কিন গবেষণা রিপোর্ট বলছে, টয়লেট থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা বেশি। এই গবেষণা রিপোর্টটি তৈরি করেছেন অবশ্য এক ভারতীয়।
এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের গবেষক সিদ্ধার্থ বর্মা সম্প্রতি প্রকাশিত গবেষণা রিপোর্টে দাবি করেছেন, আমেরিকার বেশ কিছু গণ শৌচাগারে পরীক্ষা চালিয়ে যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
সিদ্ধার্থ জানিয়েছেন, মূলত ইউরোপিয়ান স্টািইলের টয়লেটগুলোতেই তারা পরীক্ষা চালান, ইন্ডিয়াস টয়রেটে নয়। সেই সমীক্ষায় তিনি দেখেছেন, ৩ ঘণ্টা ধরে প্রায় ১০০ বার বোতাম টিপে ফ্লাশ করার সঙ্গে সঙ্গে বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে গেছে। শুধু তাই নয়, জীবাণুরা প্রায় ৫ ফুট উচ্চতা পর্যন্ত উঠে সেখানে ২০ সেকেন্ড ধরে ভেসে থাকে। তািই বিদেশি স্টাইলের গণশৌচাগার তেকেই করোন ছড়িয়া পড়ছে বলে তিনি দাবি করেন। ‘ফিজিক্স অব ফ্লুইড’ নামক জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে সিদ্ধার্থ দাবি করেছেন, সাধারণ টয়লেটের মতোই যে সব টয়লেটে শুধুমাত্র পুরুষদের প্রস্রাবের জায়গা থাকে। সেগুলোর বাতাসেও ৩ মাইক্রোমিটারের চেয়ে ছোট মাপের জলকণা ভেসে বেড়ায়। সেই জীবাণুরাই করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ায় আশঙ্কা তৈরি করে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct