আপনজন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এর আগে মুর্শিদাবাদের দুজন প্রার্থীর মৃত্যু হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল সিংহ। তিনি রবিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ নিয়ে তিন তিন জন এবারের বিধানসভার প্রার্থীর প্রাণ গেল করোনায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার খড়দহ বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ভোটের আগের দিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তৃণমূল প্রার্থী কাজল সিংহ। এরপর বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ক্রমেই তার অবস্থা খারাপ হতে থাকে। আর রবিবার সকালে তার মৃত্যু হয়।
কাজলের মৃত্যুর পর টুইটে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘খুব, খুব দুঃখজনক ঘটনা। স্তম্ভিত। খড়দহে আমাদের প্রার্থী কাজল সিংহ প্রয়াত হলেন কোভিডে। মানুষের সেবা করার জন্য উনি নিজের জীবন নিয়োজিত করেছিলেন। নিরন্তর প্রচার করে গেছেন। আমরা তার অভাব বোধ করব। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct