মঞ্জুর মোল্লা, নদিয়া: বাউল গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে না পেয়ে তার ১৩ বছরের নাবালক পুত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এর প্রতিবাদে এলাকাবাসীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগ, গতকাল ওই এলাকায় একটি বাউল গানের অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানের শেষে বেশকিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী গতকাল রাতে শান্তিপুর ব্লকের বাগদিয়া দক্ষিণ দাস পাড়ার তৃণমূল কর্মী জয়দেব দাসের বাড়িতে চড়াও হয়। জয়দেব দাসকে না পেয়ে তার ১৩ বছর বয়সী ছেলে অভিজিৎ দাসকে বেধড়ক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয় এর আগেও জয়দেব দাস তৃণমূল করাতে তাকে বারংবার হুমকি দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
শনিবার অভিজিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফুলিয়া ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানেও তার শারীরিক অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় রানাঘাট হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দোষীদের শাস্তির দাবিতে শান্তিপুর বাগদিয়া মোড়ে প্রায় কুড়ি মিনিট ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীরা। তারা জানান শিশুটিকে নিয়ে ব্যস্ত থাকার কারণে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি তবে তা সন্ধের মধ্যে করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত বিজেপির পক্ষ থেকে সাংসদ জগন্নাথ সরকার জানান, গতকাল বাউল গানের অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার কারণে স্থানীয় তৃণমূল এবং বিজিপির হাতাহাতি হয় দু’পক্ষের মধ্যে। তবে বাড়িতে চড়াও হওয়ার খবর আমার কাছে নেই, ফুলিয়া পাড়া ঘটনায় গরম জল বা শারীরিক আঘাত এর মেডিকেল রিপোর্ট তেমন কিছু পাওয়া যায়নি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct