জৈদুল সেখ, কান্দি: মুর্শিদাবাদে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারের পারদ চড়ছে রৌদ্রের মতো।। মুর্শিদাবাদ জেলাতে পাখির চোখ যখন তৃণমূলের তখন পদ্ম ফুল ফোটাতে মরিয়া বিজেপি। মুর্শিদাবাদ জেলাতে তিনটি জনসভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কান্দি, খড়গ্রাম ও বড়ঞা বিধানসভাতে একযোগে জনসভা করলেন শুভেন্দু অধিকারী।
শনিবার দুপুরে কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে কান্দি হ্যালিফক্স মাঠে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। কান্দিতে বিজেপি জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সভা থেকে একযোগে তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ করলেন।
শুভেন্দু অধিকারী কান্দির সভায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, ‘বিজেপি সরকার এলে কান্দি শহরকে স্মার্ট সিটি করে দেব, কান্দিতে দুজন ভাই আছে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, বিজেপি সরকার এলে অপূর্ব সরকার সহ বিজেপিতে আসতে বাধ্য সুতরাং তৃণমূলকে ভোট দিয়ে ভোটটি নষ্ট করবেন না।’
এর পরই বেলাগাম সাম্প্রদায়িক ইস্যু তুলে বলেন, ‘অনেক মুসলিম এলাকায় বিজেপির পতাকা ছিঁড়ে দিচ্ছে, কেন ছিঁড়বেন? বিজেপি সরকার এলে যোগী উত্তরপ্রদেশে যেমন মুসলমানদের পিটিয়ে সোজা করে দিয়েছে, চিন্তা করবেন না, এই বাংলাতেও সোজা করে দেওয়া হবে। কিছুদিন আগে জয় শ্রী রাম ধ্বনি দিতে কংগ্রেসের নেতা বাধা দিয়েছিল কিন্তু এবার আটকাতে পারবে না।’
কান্দি হ্যালিফক্স মাঠে জনসভার শেষে শুভেন্দু অধিকারীর হাত ধরে কান্দি পৌরসভার দুইজন প্রাক্তন পৌরসদস্য ও কান্দি মহকুমা ছাত্র পরিষদ সহ প্রায় একশ জন তৃণমূল সমর্থক শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যে কমিটির নেতা ধনঞ্জয় মণ্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct