আপনজন ডেস্ক: এবার দেশের উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে জেলা পুলিশ কর্মকর্তাদের একাংশের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চ্যাট সাংবাদিক সম্মেলনে প্রকাশ করে নির্বাচন কমিশন কীভাবে পক্ষপাতমূলক কাজ করছে তা জনসাধারণের সামনে তুলে ধরেন। মমতা এই চ্যাট তুলে ধরে অভিযোগ করেন ‘টিএমসি গুনস’, ‘ট্রাবল মঙ্গার’ বলে অভিহিত করা হয়। ভোটের আগের দিন কমিশন নির্দেশ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারে কথা বলা হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট শেষ হলে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলে শনিবার বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দেন।
এদিন বোলপুরে মমতার মমতার ভার্চুয়াল বৈঠকে ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলার ১১ জন প্রার্থী। তাদেরকে সামনে রেখেই মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক কর্মকাণ্ডের নানা নমুনা তুলে ধরেন। তিনি বলেন, ভোট শেষ হলেই হোয়্যাটসঅ্যাপ চ্যাট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
যদিও মমতার অভিযোগ, কমিশনের কাছে কোনও অভিযোগ জানিয়ে বিচার পাচ্ছি না। তারা বিজেপি-র কথা শুনে ভোট করানোর ফলেই করোনা সংক্রমণ এত বৃদ্ধি পেয়েছে। ৮ দফায় ভোটগ্রহণ না হলে এমন পরিস্থিতি সৃষ্টি হত না।
মমতা কমিশনের বিরুদ্ধে বলেন, শুধু কমিশন নয়, রাজ্যে বেশ কয়েক জন জেলাশাসক ও পুলিশ সুপার ‘তাঁবেদারি’ করছে কমিশনের। মমতার মতে যেসব ডিএম, এসপি তাঁবেদারি করছেন কমিশনে তা তাদের করা উচিত নয়। এ নিয়ে মমতার অভিযোগ, এমন করা হচ্ছে যেন, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। তবে তাদের নাম-ধাম প্রকাশ করেননি। ভোটের পরেই সেসব সম্পর্কে মমতা জানিয়ে দেবেন।পশ্চিমবঙ্গে ৮ দফা ভোটের ছয় দফা ইতিমধ্যে সমাপ্ত এবং বাকি রয়েছে ২দফা এবং ভোটগ্রহণ হবে ২৬ এবং ২৯ তারিখ। ফলাফল ঘোষণা হবে ২মে। দুটি কেন্দ্রে ভোট হবে ১৬ মে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct