আপনজন ডেস্ক: দেশজুড়ে এখন অক্সিজেন সঙ্কট। দিল্লির হাসপাতালে অক্সিজেন সঙ্কটে ২৫ জনেরও বেশি করোনা রোগীর মৃত্যু তা চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। সেই সময় দিল্লি হাইকোর্ট নজিরবিহীনভাবে হুঁশিয়ারি দিল, যে অক্সিজেন সরবরাহে বাদা সৃষ্টি করবে তাকে ফাঁসি দেওয়া হবে।
অক্সিজেন সঙ্কট নিয়ে মহারাজা আগ্রাসেন হাসপাতালের আবেদনের শুনানি চলাকালীন বিজারপতি বিপিন সাংঘি ও বিচারপতি রেখা পাল্লির গঠিত বেঞ্চ এই মন্তব্য করেছে।
দিল্লি হাইকোর্ট বেলেছে, কেন্দ্র, রাজ্য বা স্থানীয় প্রশাসনের কোনও কর্মকর্তা যদি অক্সিজেন নেওয়া বা সরবরাহে বাধা সৃষ্টি করে থাকেন তবে তা সেই ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হবে। তাকে বাঁচানো হবে না। শুনানি চলাকালীন আদালতে দিল্লি সরকার জানায়, যদি রাজধানী দিল্লি ৪৮০ টন অক্সিজেন সরবরাহ না পায়, তাহলে পুরো সিস্টেম ধসে যাবে।
তখন দিল্লি হাইকোর্ট কেন্দ্রে কাছে জানতে চায়, কখন এই ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পাবে দিল্লি। বেশ কিছু হাসপাতাল এরই মধ্যে তাদের অক্সিজেন সঙ্কটের ভয়াবহতার কথা জানান দিয়েছে। পাঠিয়েছে এসওএস বার্তা। অক্সিজেন সঙ্কটের কারণে শুক্রবার দিবাগত রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে কমপক্ষে ২৫ জন মানুষ মারা গেছেন।
হাসপাতাল জানায়, ৩.৫ মেট্রিক টন অক্সিজেন গতকাল বিকেল পাঁচটায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু এসে পৌঁছয় মধ্য রাতে। ততক্ষণে প্রায় ২০ জন করোনা রোগ মারা যান।
সকাল সাড়ে নটার সময় জয়পুর গোল্ডেন হাসপাতালের এমডি ডা. ডে কে বালুজা ট্যুইট করে জানান, ‘জয়পুর গোল্ডেন হাসপাতাল এখনও অক্সিজেনের অপেক্ষায় রয়েছে। ২১৫জন করোনা রোগী অপেক্ষা করে রয়েছেন কখন অক্সিজেন পাবেন। অনুগ্রহ করে সাহায্য করুন, আমরা অসহায়।’ শনিবারের এই শুনানিতে প্রথমদিকে দিল্লির কেজরিওয়াল সরকারকে দায়ী করার চেষ্টা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, রাজ্যগুলো ট্যাংকার থেকে সবকিছু ব্যবস্থাপনা করছে। আমরা শুধু তাদের সহায়তা করছি। কিন্তু দিল্লিতে, সব কিছু আমাদের ওপর চাপানো হয়েছে। দিল্লির কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালন করতে হবে। দিল্লি সরকারের আইনজীবী রাহুল মেহরা অভিযোগ করেন, অক্সিজেন বরাদ্দের নির্দেশনা অনুসরণ করছে না কেন্দ্রীয় সরকার। তার এ বক্তব্যের জবাবে সোলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমার দায়িত্ব সম্পর্কে আমি জানি। অনেক কিছু জানি। কিন্তু কিছুই বলব না। শুধু শুধু কাঁদার চেষ্টা করবেন না।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অবাবে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার আরও ১৪০জন অক্সিজেনের অভাবে সঙ্কটজনক অবস্থায় আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct