আপনজন ডেস্ক: দেশে করোনার ভাইরাস সংক্রমণের শিকার হওয়া করোনা রোগদের জন্য অক্সিজেনের চাহিদা আকাশছোঁয়া। সেই পরিস্থিতিতে নিজ খরচে অক্সিজেন সিলিন্ডার ও করোনা ভ্যাকসিন পৌঁছে দিচ্ছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জাফর মনসুরি। অপরের সমর্থন হয়ে উঠছে।
মধ্য প্রদেশের ইন্দোরে করোনার ভাইরাস ক্রমাগত আঘাত হানাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ বিনা চিকিৎসায় জীবন হারাচ্ছে। ইন্দোরে ক্রমবর্ধমান করোনার ভাইরাসের কারণে অক্সিজেনের অভাবের পরিপ্রেক্ষিতে, জাফর মনসুরি তার সাহায্যের হাত বাড়িয়ে রেমিডেসভিয়ার ইঞ্জেকশন এবং অক্সিজেন সিলিন্ডারগুলি নিখরচায় সরবরাহ করছেন। ইন্দোরে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অক্সিজেন কারখানার ম্যানেজিং ডিরেক্টর হলেন এই জাফর মনসুরি।
ইন্দোর পুর কর্পোরেশনের কমিশনার প্রতিভা পাল ও অতিরিক্ত কমিশনার সন্দীপ সনি অক্সিজেনের অভাব দেকা দেওয়ায় ভাড়ার ভিত্তিতে তাদের কারখানার অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য জাফর মনসুরিকে অনুরোধ করেছিলেন।
জাফর মনসুরি ক্রমবর্ধমান করোনা মামলার মধ্যে রেমেডসভিয়ার ইঞ্জেকশন এবং অক্সিজেন সিলিন্ডারই দেননি, বেশি মানুষ যাতে এই সুবিধা পান তার জন্য ভাড়া নিতেও অস্বীকার করেন।
জাফর মনসুরি বলেন, সঙ্কটের সময়ে প্রত্যেককে প্রশাসনের একসাথে সহায়তা করা উচিত। অন্যদিকে অনেকে, জাফর মনসুরির চেতনাকে সালাম জানিয়ে বরেছেন, মানবতার উদাহরণ উপস্থাপন করেছেন তিনি। সেই সঙ্গে এই ভূমিকাকে ‘অক্সিজেন জিহাদ’ নামে অভিহিত না করা হয় সেই আশঙ্কাও করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct