আপনজন ডেস্ক: চলতি বছরের আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ধোনি বনাম কোহলি লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেট প্রেমীরা। সিএসকে আরসিবির লড়াইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন চেন্নাই। ফর্মে থাকা চেন্নাইয়ের দুই ওপেনার ফাফ ডু প্লেসিস ও রুতুরাজ গায়কোয়াড় মধ্যে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে কিন্তু ইনিংস ১৪ ওভারে মাথায় হার্সেল পাটেলের বলে পর পর দুই বলে ফাফ ডু প্লেসিস ( ৪১ বলে ৫০) এবং সুরেশ রায়নার ( ১৮ বলে ২৪) উইকেট হারিয়ে চাপে পড়ে যাই চেন্নাই। তবে শেষ দিকে জ্বলে উঠে রবিন্দ্র জাদেজা। ইনিংসে শেষ ওভারে হার্সেল পাটেলের বলে ৩৭ রান করে চেন্নাই। মাত্র ২৮ বলে ৬২ রান করে আপরাজিত থাকেন জাদেজা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে চেন্নাই।
জবাবে ব্যাট করতে নেমে আরসিবি শুরুটা ভালো করলেও ইনিংসে ৪ ওভারে মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। এরপর পর পর উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের বোলিং লাইন আপের সামনে ব্যার্থ এবি ডি ভিলিয়ার্স, ম্যাক্সওয়েলরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান তুলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৩ টি উইকেট নেন জাদেজা। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁচ্ছে গিয়েছে চেন্নাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct