আপনজন ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরকিাঘাতে এক মহিলা পুলিশ অফিসারের মৃত্যু ঘিরে ফের জঙ্গি আতঙ্ক উস্কে দিল। প্যারিসের শহরতলির রামবউইলেটের একটি পুলিশ স্টেশনে ছুরির হামলায় এক মহিলা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার ফ্রান্সের রাজধানী থেকে ৩৫ মাইল দক্ষিণের এই এলাকাটিতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী হামলাকারী পাল্টা গুলিতে মারাত্বকভাবে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেশ কয়েকবছর আগে এই ব্যক্তি তিউনিশিয়া থেকে ফ্রান্সে আসেন বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো হামলার কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। তবে প্রাথমিকভাবে এটিকে জঙ্গি হামলা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে, সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড ডারমানিন। পরে এক টুইট বার্তায় জিন ক্যাসটেক্স বলেন, কাপুরুষতার এক বর্বর আচরণের মধ্য দিয়ে ফ্রান্স প্রজাতন্ত্র একজন বীরকে হারিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct