দেবাশিস পাল, মালদা: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যখন পক্ষপাতিত্বের অভিযোগ উঠল তখন মানবিকতা দেখল সীমান্ত রক্ষী বাহিনী।
ভারত বাংলাদেশ সীমান্তের ইটাঘাটি ক্যাম্পে কাছে এলাকার এক কৃষককে জমিতে কাজ করার সময় হঠাৎ সাপে কামড় দেয়। কৃষকটি কিছু বুঝতে না পেরে ইটাঘাটি ক্যাম্পে চলে যান। বি এস এফের জওয়ানদের জানালে তাকে ইন্সপেক্টর নরেস সিং রানা কোম্পানি কমান্ডার ইটাঘাটিতে নিয়ে যাওয়া হয়। তাকে তড়িঘড়ি জওয়ানদের জিপসি গাড়ি করে সেখান থেকে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবনতি হওয়ায় সেখান দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ব্যক্তি বর্তমানে সুস্থ রয়েছে। ওই ব্যাক্তির নাম বিকাশ সিংহ। বাড়ি ইটাঘাটি ক্যাম্পের আদমপুর এলাকায়। এলাকার সূত্রে জানা গিয়েছে, সে সময় ইটাঘাটি ক্যাম্পের জওয়ানদের গাড়ি না পেলে বিকাশ সিংহকে বাঁচানো সমস্যা মুখে পড়তে হত।
বিএসএফের মানবিকতার মুগ্ধ গ্রামবাসীরা। তারা বলছেন শুধু দেশের জন্য নয় সীমান্তের পাশে থাকা গ্রামের জন্য সব সময় পাশে থাকে বিএসএফ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct