সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের বাঁকুড়া জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাঁকুড়া পৌরসভার আরবান হেলথ সেন্টারে করোনা ভ্যাকসিন নিতে লম্বা লাইনের দেখা মিলেছিল সাধারণ মানুষের। কিন্তু এমতাবস্থায় নোটিশ দিয়ে বাঁকুড়া পৌরসভা কর্তৃপক্ষ প্রথম ডোজের করোণা ভ্যাকসিন প্রদানের কাজ সম্পূর্ণ বন্ধ করল অনির্দিষ্টকালের জন্য। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে গত ২২ তারিখ থেকে ভ্যাকসিন প্রদানের কাজ বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে এসে ঘুরে যাচ্ছেন ফলে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে। কেন্দ্র সরকার সাধারণ মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন বাঁকুড়া পৌরসভার তরফে ভ্যাকসিন প্রদানের কাজ বন্ধ উঠছে পৌরসভার দায়িত্ব নিয়ে প্রশ্ন।
শুভেন্দু দে নামে ভ্যাকসিন নিতে আসা এক ব্যক্তি বলেন , সরকার তার দায়িত্ব পালন করছেন না ভ্যাকসিন নিতে এসে আমাদের ঘুরে যেতে হচ্ছে। মনোজ রজক নামে অপর এক যুবক বলেন , অত্যন্ত ভয়-ভীতি নিয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে প্রথম ডোজএ নাম নথিভুক্ত করাতে এসে দেখছি সেন্টার বন্ধ রয়েছে। তবে এসবের জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে বিরোধী দলগুলি। এক বিরোধী দলের নেতা বলেন, রাজ্য সরকার রাজনীতি করে সাধারণ মানুষকে সেই ভ্যাকসিন দিচ্ছেন না। অপরদিকে এই ঘটনার জন্য কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক অলকা সেন মজুমদার। তিনি বলেন , কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যে পরিমাণ ভ্যাকসিন আশা করেছিলাম তারা তা দিচ্ছেন না। আমরা সাধারন মানুষকে ভ্যাকসিন দিতে পারছিনা তার একটাই কারণ কেন্দ্রীয় সরকারের উদাসীনতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct