আপনজন ডেস্ক: শাহনাওয়াজের পর পাইরে খান। করোনা প্রবণ মহারাষ্ট্রে এখন তারাই গরিব মানুষের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে। করোনা আক্রান্তদের জন্য তাদের নিরলস পরিশ্রমে অক্সিজেনের সরবরাহ বহু প্রাণ বাঁচিয়ে দিচ্ছে। শাহনাওয়াজ তার ২২ রক্ষা কাটার দাবি গাড়ি বিক্রি করে অক্সিজেন সরবরাহ করেছেন। এবারেএক বেসরকারি পরিবহণ সংস্থার মালিক পিয়ারে খান প্রায় এক কোটি টাকা মূল্যের অক্সিজেন সরবরাহ করলেন আরএসএসের খাসতালুক নাগপুর শহরে। আরএসএসের সদর দফতর নাগপুরে। কিন্তু সেকানে করোনা রোগীদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এক মুসলিম ব্যক্তি পিয়ারে খান।
এ ব্যাপারে জানা গেছে, নাগপুরের আশমি ট্রান্সপোর্টের পরিচালক পিয়ারে খান নাগপুরে করোনারি রোগীদের জন্য দুটি ট্যাঙ্কারে মোট ৩২টন অক্সিজেন দান দিয়েছেন। এর জন্য পুরো এক কোটি টাকা ব্যয় করেছে। গত সপ্তাহে, পাইরে খান ভিলাই থেকে ১৬ টন অক্সিজেন বহনকারী একটি ট্যাঙ্কার পাঠিয়েছিলেন।
বুধবার বেলারি থেকে আরও ১৬ টন অক্সিজেনের ট্যাঙ্কার প্রেরণ করা হয়েছিল। গত সপ্তাহে, অক্সিজেন এবং ভেন্টিলেটর কেনার ক্ষেত্রে সহযোগিতার জন্য আবেদন করেছিলেন তিনি। এছাড়াও তিনি বলেছিলেন যারা অক্সিজেন চান তারা টাকা পাঠালে অক্সিজেন এবং ভেন্টিলেটর বিক্রয়কারী সংস্থায় সরাসরি স্থানান্তর করা হবে। পাইরে খান তার ব্যবসায়িক গোষ্ঠী মানস গ্রুপের পক্ষ থেকে ৫০,০০০ টাকা অনুদান দিয়ে প্রথম এই উদ্যোগ নিয়েছিলেন। তখন অনেক দাতা এগিয়ে এসেছিলেন। পিয়ারে খান ছত্তিশগড়ে ভিলাই থেকে ৫০ লক্ষ টাকায় ১৬ টন অক্সিজেন কিনে রোগীদের দিয়েছিলেন। এখন আবার বেলারি থেকে একই পরিমাণ অক্সিজেন কেনা হয়েছে। এর মধ্যে ১১৬ ইউনিট অক্সিজেন কেনা হয়েছে। এক সপ্তাহে এক কোটি টাকা মূল্যের অক্সিজেন দিয়েছেন তিনি। নাগপুরে রোগীর সংখ্যা বেড়েছে এবং অক্সিজেন, ভেন্টিলেটর ও ওষুধের ঘাটতি রয়েছে। এরকম পরিস্থিতিতে আমরা জনগণের জীবন বাঁচাতে কিছু করতে পেরেছিলাম, বলেছিলেন পিয়ারে খান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct