সজিবুল ইসলাম, রাণীনগর: মুর্শিদাবাদ জেলার ৬৩ রাণীনগর বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করলেন আইএসএফ সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকীর। ইসলামপুর নেতাজি পার্কে আইএসএফ মনোনীত প্রার্থী গোলাম মাসুম রেজার সমর্থনে সভা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী।
সংযুক্ত মোর্চার সঙ্গে আইএসএফ জোট করলেও এদিনের সভায় কিন্তু কংগ্রেসের সমালোচনা করেন আব্বাস। তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়নি, শুধু মানবতার খাতিরে সমর্থন করেছি। তিনি বলেন, ডোমকলে আপনারা সিপিআইএমকে ভোট দিন, কিন্তু রাণীনগরে আমাদের আইএসএফ প্রার্থীকে জেতান।
তবে, এদিন তিনি নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, তিনি নিজে বলছেন যে তার দলে গদ্দার আছে। তাহলে ভাবুন, তার পরেও কি ভাবে তাদেরকে ভোট দিবেন।
ঘাস ফুল আসতে আসতে পদ্ম ফুলে পরিণতি হবে বলেও কটাক্ষ করেন আব্বাস সিদ্দিকী। এদিন কংগ্রেস ও তৃণমূলের সমালোচনার পাশাপাশি বিজেপিকে আক্রমণ করলেও তা ততটা তীক্ষ্ণ ছিল না। উল্লেখ্য, রানীনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বর্তমান বিধায়ক ফিরোজা বেগম, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন। আর বিজেপির হয়ে লড়ছেন মাসুয়ারা খাতুন। এছাড়া বহুজন সমাজপার্টির রুলিয়া পারভিনও প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছে। তবে, একানে ফিরোজা বেগমের সঙ্গে সৌমিক হোসেনেরই মূল লড়াই। তবে, আব্বাস সিদ্দিকীর দল ভোট কেটে ফিরোজা বেগমের যাত্রা ভঙ্গ করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct