আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের পরে রোগীদের চিকিৎসার জন্য এখন দেশজুড়ে অক্সিজেনের আকাল। আর অক্সিজেনের দাম আকাশছোঁয়া হওয়ায় গরিব মানুষদের পক্ষে অক্সিজেন সিলিন্ডার কেনা খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই সময় এগিয়ে এলেন শাহনাওয়াজ সেখ নামে এক তরুণ। মুম্বাইয়ের মালাড এলাকার মালবানির সরু গলির বাসিন্দা শাহনাওয়াজ নিজের এসইউভি গাড়ি ২২ লাখ টাকায় বিক্রি করে দিয়ে সেই টাকায় অক্সিজেন সিলিন্ডার কিনে করোনা আক্রান্তদের সেবায় নিবেদিত প্রাণ হয়ে উঠেছেন। গত বছর থকে এই অক্সিজেন সিলিন্ডার গরিব রোগীদের জন্য সরবরাহ করতে থাকায় মানুষের কাছে তিনি ‘অক্সিজেন ম্যান’ নামে পরিচিতি লাভ করেছেন। এই শাহনাওয়াজই এখন মালাড এলাকার বিস্তীর্ণ অঞ্চলে করোনা আক্রান্তদের জন্য অন্যতম ভরসা।
জানা গেছে দিনকয়েক আগে শাহনাওয়াজ তার নিজের এসইউভি গাড়িটি ২২ লাখ টাকায় বিক্রি করে দেন। ফোর্ড এন্ডেভার গাড়িটি বিপুল টাকায় বিক্রির পর সেই টাকাই দিয়েই এখন মালাড এলাকায় করোনা আক্রান্তদের জন্য ইতিমধ্যে ১৬০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন বিনামূল্যে।
গত বছরও শাহনাওয়াজ করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করেছেন। শাহনাওয়াজ জানান, গত বছর ৬-৭ হাজার অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। কিন্তু এখন শহরে অক্সিজেনের আকাল। সকাল থেকেই তিনি ৫০টি ফোন কল পেয়েছেন। এখন মাত্র ৫-৬ শো সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছেন।
শাহনাওয়াজ জানান, গত বছর তার এক বন্ধুর স্ত্রী অক্সিজেনের অভাবে অটো রিকশার মধ্যেই প্রাণ হারিয়েচিলেন। তখনই তিনি মনস্থির করেছিলেন মুম্বাইয়ে রোগীদের জন্য তিনি অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী এজেন্ট হিসেবে কাজ করবেন। করোনা মহামারির সময়ে তিনি একটি কন্ট্রোল রুম খুলেছেন। হেল্পলাইন নম্বরে ফোন করণেই তিনি হাজির হয়ে যাবেন সিলিন্ডার নিয়ে। জাতি ধর্ম নির্বিশেষে শাহনাওয়াজের মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ নানা মহলে প্রশংসা কুড়োচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়।
সুধা রমেন নামে এক আইএফএস অফিসার ট্যুইটারে লিখেছেন, শাহনাওয়াজদের মতো মানুষ ও তার দল প্রকতপক্ষে হিরো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct