আপনজন ডেস্ক: কোচবিহারের শীতলকুচির পর ষষ্ঠ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী ফের গুলি চালাল। শীতালকুচির কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছিলেন। তবে এদিন কেন্দ্রীয় বাহিনী পায়ে গুলি করায় প্রাণে বেঁচে গিয়েছে। তবে এক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত হলেন মুসলিম। তাই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও সাম্প্রদায়িক মনোভাবাপন্নের অভিযোগ উঠল।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। জানা গেছে, অশোকনগরের ট্যাংরা আদর্শ শিক্ষানিকেতন বিদ্যালয়ের বুথের কাছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দুই তৃণমূল সমর্থক জখম হয়েছেন। তৃণমূল সূত্র জানিয়েছে, অশোকনগরের ৭৯ নাম্বার বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত হয়েছেন কবিরুল নামে এক তৃণমূল সমর্থক। গুলি তার পায়ে লাগায় বরাত জোরে বেঁচে যায়।
এই গুলি চলার খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তখন পশ্চিম বর্ধমানের বরাবনিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি তো আজও শুনেছি সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছে আশোকনগরে। আমি বাইরে ছিলাম। মেসেজ এসেছে।’’
মমতা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন ‘‘মনে রাখবেন, আপনারা গুলি চালালে আমিও এফআইআর করব।’’ যদিও নির্বাচন কমিশন গুলি চালানো নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেয়নি। সূত্রের খবর, কমিশন এমন ঘটনার কথা অস্বীকার করেছে।
তবে অন্য সূত্র জানিয়েছে, ট্যাংরা আদর্শ শিক্ষানিকেতন বিদ্যালয়ের কাছে ওই ঘটনায় দুষ্কৃতীরা বৃহস্পতিবার বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজি এবং পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। স্থানীয়রা বলছেন, গোলমাল ঠেকাতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালিয়েছে। অশোকনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দুই তৃণমূল কর্মীর জখম হওয়ার অভিযোগ করেছেন।
তবে, শীতালকুচির পর ফের কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মুসলিম আহত হওয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগ দৃঢ় হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct