সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: নদী থেকে বালি তোলার সময় প্রাচীণ মূর্তি উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুরে। মঙ্গলবার ঐ ব্লক এলাকার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের ননগর গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদীর বালি ঘাট থেকে এই মূর্তি উদ্ধার হয়। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঐ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে চাইলে বাধা দেন সম্মিলিত গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখাতে থাকেন তারা।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও দ্বারকেশ্বর নদীর ননগর ঘাটে বালি তোলার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। ঠিক সেই সময় বালির নিচ থেকে পাথরে তৈরী একটি মূর্তি উদ্ধার হয়। এই খবর গ্রামে পৌঁছাতে নদীঘাটে অনেকেই ভীড় করেন। তাদের দাবি অন্নপূর্ণা পূজার দিন স্বয়ং শিব-দুর্গা তাদের দেখা দিয়েছেন। গ্রামে মন্দির তৈরী করে পুজো হবে। পুলিশ ঐ মূর্তি উদ্ধার করতে গেলে গ্রামের মানুষ বাধা দেন। গ্রামবাসী সুশীল ঘোষ, মিনতি দালাল চৌধুরী,হীরা তাঁতিরা বলেন, কোন অবস্থাতেই পুলিশের হাতে এই মূর্তি তুলে দেওয়া যাবেনা। অন্নপূর্ণা পূজার দিন আমরা শিব দুর্গার মূর্তি পেয়েছি। গ্রামের শিব মন্দির সংলগ্ন জায়গায় নতুন মন্দির তৈরী করে তারা পূজার্চণা করবেন বলেই জানিয়েছেন।
সর্বশেষ পাওয়া খবরে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশকে আটকে রেখেছেন গ্রামবাসীরা !
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct