সজিবুল ইসলাম, জলঙ্গি: তৃণমূল কংগ্রেস প্রার্থীর উপরে হামলার অভিযোগ নির্দল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাক এর উপর হামলা করে নির্দল এর অন্যতম সমর্থক মুরসেলিম ইসলাম বাবু সহ তার কর্মী সমর্থক বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাকের অভিযোগ গতকাল রাতে বোম পিস্তল নিয়ে আমাকে এবং আমার গাড়ির ড্রাইভারকে লক্ষ্য করে আক্রমণ করে নির্দলের কর্মী সমর্থক।
ঘটনায় তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাকের দেহরক্ষীর হাতে চোট লাগে। পাশাপাশি জলঙ্গি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সালাউদ্দিন সরকার লিটনকে জামার কলার ধরে মার ধর করেন বলে অভিযোগ।
সেখানে থেমে থাকেননি আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন ও বাজে ভাষায় গালাগালি করে বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক।
তিনি বলেন যে আমার কিছু ছাত্র আমাকে সাহায্য না করলে আমি হয়তো শেষ হয়ে যেতাম,আমাকে আমার ছাত্ররা অনেক সাহায্য করেন সেই মুহুর্তে।
প্রার্থী ঘোষণা না হওয়ার আগেও আক্রমণ হয়েছিল এবং এই নিয়ে তিন বার আক্রমণের মুখে পড়তে হলো বলে জানান।তিনি এই ঘটনায় সাগর পাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন নির্দল প্রার্থীর সমর্থক গণের বিরুদ্ধে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, নির্দল এর অন্যতম সমর্থক মুরসালিন বাবু যে আমরা এমন কিছু করিনি প্রার্থীর সঙ্গে শুধু মিথ্যা কথা বলে আমাদের কে দমানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা তাতেও থেমে থাকবো না আমাদের লড়াই চলছে চলবে। আর স্থানীয় থানার ওসির উপর আস্থা আছে। সঠিক তদন্ত করে থাকবেন।
তিনি আরো বলেন যে ঘটনা স্থানে পুলিশ উপস্থিত ছিল।
অন্য বিধান সভার থেকে এবার জলঙ্গী বিধান সভার ভোট অনেকটা চাপের মুখে সকল দলের প্রার্থীরা বলে মনে করছেন রাজনৈতিক মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct