জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: দিন যতই এগোচ্ছে করোনা সংক্রমণের হার যেন ততই হু হু বাড়ছে গোটা পুরুলিয়া জেলা জুড়ে। তবে পুরুলিয়া জেলার অন্যান ব্লকগুলোর মধ্যে ঝাড়খন্ড লাগোয়া ঝালদা ১ নং ব্লকে করোনা আক্রান্ত্রের সংখ্যাটাও কিন্তু কম নয়।
মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেল ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা। স্বাস্থ্য কেন্দ্রের তরফে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে |পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দুজন চিকিৎসক, পাঁচজন নার্স, দুজন চতুর্থ শ্রেণীর কর্মী ও একজন সাফাই কর্মী ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর ওই স্বাস্থ্য কেন্দ্রের আরও বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মীর উপসর্গ রয়েছে।
উল্লেখ্য পুরুলিয়া জেলার মোট কুড়িটি ব্লকের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যাটা সবথেকে বেশি শহর পুরুলিয়ায়।| বুধবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২৩৯। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বুধবার পর্যন্ত ঝালদা ১ নং ব্লকে করোনা আক্রান্ত্রে সংখ্যা ১৩৩। এবিষয়ে পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল কুমার দত্ত জানান, ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে তবে আউটডোর পরিষেবা চালু রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct