আপনজন ডেস্ক: প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন রেদওয়ানা। ওই দিনই তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর থেকে সন্তানটি আইসিইউতে রাখা হয়। তবে চারদিন আগেই রেদওয়ানাকে ছুটি দিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু নবজাতক আইসিইউতে থাকার কারণে রেদওয়ানা হাসপাতালেই একটি রুমে থেকে যান। সকালে রেদওয়ানার সঙ্গে দেখা করতে আসেন তার স্বামী মিজান। বিকেলে হাসপাতালের নার্স অনুরাধা রেদওয়ানার রুমের বাইরে থেকে তালা দেখে কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে রেদওয়ানার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। টাঙ্গাইলের ডিসি ড. মো. আতাউল গনি বলেন, 'রেদওয়ানাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী মিজান পালিয়ে গিয়েছেন।প্রাথমিক ভাবে ধারণা করে হচ্ছে, সম্ভবত কন্যা সন্তান জন্ম দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাষন্ড পিতা।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct